আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে একটি নাইট ক্লাবের বারান্দার ছাদ ও সিঁড়ি ধসে দুইজন মারা গেছেন এবং ১০জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮
আহতদের মধ্যে ওয়ার্ল্ড সাঁতার চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে নিউজিল্যান্ডের ২ ওয়াটার পোলো খেলোয়াড় রয়েছেন।
এছাড়াও মার্কিন দলের একজন পুরুষ ডুবুরি এবং মহিলা ওয়াটার পোলো খেলোয়াড় আঘাত পেয়েছেন। কোয়াটে উগলি নাইটক্লাবের ভিতরে ওই সময়ে ৩৭০ জন ছিলেন।
যুক্তরাষ্ট্রের ওয়াটার পোলোর প্রধান ক্রিস্টোফার রামসে বলেন, এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি।
নিউজিল্যান্ডের পুরুষদের ওয়াটার পোলো ক্যাপ্টেন ম্যাট স্মল রেডিও স্পোর্টকে বলেন, ছাদ ধসে পড়ার শব্দে সবাই নাচানাচি ছেড়ে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। তবে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা সবাই নিরাপদে ক্লাব ত্যাগ করেন।