স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিংয়ের উন্নতি চোখে পড়ার মতো। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং দল হয়ে উঠেছে ভারত। এই দলটির জন্য নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দেবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এই পদটির জন্য সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডসও আবেদন করেছেন।
আরো পড়ুন : এডিস মশা নির্মূলে ৭ দিনের মধ্যে কার্যকর ওষুধ আনবেন: হাইকোর্ট
ক্রিকেট অঙ্গনে বিখ্যাত ফিল্ডার হিসেবে পরিচিত সাউথ আফ্রিকার এই জন্টি রোডস। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচও এই জন্টি। যার হাত ধরে ভারতীয় দলের ফিল্ডিংয়ে অসামান্য উন্নতি সেই আর শ্রীধরের স্থলে কে নিয়োগ পাচ্ছে? জন্টি রোডস না অন্য কেউ? তবে জন্টি রোডসের আবেদন ভারতীয় ক্রিকেটাঙ্গনে উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
আবেদন করা নিয়ে জন্টি রোডস বলেন, বিরাট কোহালি যেভাবে ফিল্ডিং এবং ফিটনেসের উপর গুরুত্ব দিচ্ছে, তা দেখে আমি মুগ্ধ। আর এটাই আমাকে উৎসাহিত করেছে ভারতীয় দলের ফিল্ডিং কোচের পদের জন্য আবেদন করার ব্যাপারে।
ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির প্রশংসা করে জন্টি রোডস বলেন, আমি সব সময় মনে করি ফিল্ডিং এবং ফিটনেসের মান বাড়াতে গেলে সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসতে হয়। আর এখানে আর কেউ নয় স্বয়ং ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে উদাহরণ সৃষ্টি করছে বিরাট কোহলি।
তিনি আরও বলেন, আধুনিক ক্রিকেটে ফিটনেস এবং ফিল্ডিংয়ের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে। ক্যাপ্টেনের আগ্রাসী সমর্থন ছাড়া গোটা দলকে ফিল্ডিং স্কিল বাড়ানোর ব্যাপারে আগ্রহী করে তোলা সম্ভব নয়। বিরাট এটা পেরেছে।