আলোর জগত রির্পোট : ঈদের আগে ও পরে ১০ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সম-সাময়িক বিষয় নিয়ে আলাপের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
আরো পড়ুন : ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল নির্বাচনের জন্য: ড. কামাল
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের সময় নগরবাসী যাতে গ্রামে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে যেতে পারে সেজন্য মহাসড়কগুলোয় ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মোট ছয় দিন জরুরি তেলবাহী লরি ছাড়া কাভার্ডভ্যান, ট্রাক, লরি চলবে না।
মন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া যানবাহনে যাত্রীর চাপ সামাল দিতে গার্মেন্টগুলোকে ঈদের আগে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএকে অনুরোধ করা হয়েছে। এছাড়া ঈদের সময় বিভিন্ন রুটে বিআরটিসির পর্যাপ্ত বাস চলবে। যত্রতত্র কোরবানির পশুর হাট বসানো যাবে না। কোনোক্রমেই পশুর হাট মহাসড়কে বসবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘ছেলেধরা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এর পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে। এসব ঘটনার সঙ্গে দলীয় নেতাকর্মীরা যুক্ত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’