আলোর জগত ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্ট নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছিল। এখন জনগণের সঙ্গে ঐক্য দরকার।
আরো পড়ুন : পদ্মা নদীর পৃথক দুই স্থান থেকে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে দেশের বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সরকারবিরোধী সবচেয়ে বড় জোট জাতীয় ঐক্যফ্রন্ট কোনো কাজ করছে না কেন-সাংবাদিকদের আরেক প্রশ্নের একই উত্তর দেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ইলেকশনকে সামনে রেখে কয়েকটা রাজনৈতিক দল নিয়ে ঐক্যফ্রন্ট হয়েছিল। এখন বন্যা মোকাবেলায় আমাদের জনগণের ঐক্য দরকার।
সংবাদ সম্মেলনে আয়োজক গণফোরামের পক্ষ থেকে দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সরকারের ত্রাণ কার্যক্রমকে ‘প্রহসন’ বলে উল্লেখ করা হয়।