আলোর জগত ডেস্ক : ঈশ্বরদীতে পদ্মা নদীর পৃথক দুই স্থান থেকে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন : শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ হাজার ইয়াবা
প্রত্যক্ষদর্শী কৃষক রিয়াজুল ইসলাম জানান, রোববার (২১ জুলাই) দুপুরে উপজেলার লক্কীকুন্ডা ইউনিয়নের বিলকাদা গ্রামে পদ্মা নদীতে অজ্ঞাত ৯/১০ বছরের এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে উদ্ধারকৃত মরদেহ দুটির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।