নিজস্ব প্রতিবেদক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার বিকেল পৌনে ৬ টায় (বাংলাদেশ সময়) তিনি সিঙ্গাপুরে পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের জানাজা সম্পন্ন
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রী ওবায়দুল কাদেরের।