আলোর জগত ডেস্ক : জনতা ব্যাংকের ভুয়া এলসির বিপরীতে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরো পড়ুন : ডেঙ্গু মশা নির্মূলে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার নির্দেশ
এর আগে গত ১৬ জুন হাইকোর্টেও দেওয়া জামিন বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা মতে আইনজীবীর মাধ্যমে গতকাল আত্মসমর্পন করেন জেসমিন।
গত ১০ মার্চ হাইকোর্ট এই মামলায় জেসমিনকে জামিন দেন। এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করলে আপিল বিভাগ জামিন বাতিল করেন।