আলোর জগত রিপোর্ট : জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও যুগান্তরের সাবেক সিনিয়র রিপোর্টার হাসান আরেফিন আর নেই। আজ সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরো পড়ুন : আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ইনাম আহমেদ চৌধুরী
জানা গেছে, সকালে বাসায় বুকে ব্যথা হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান আরেফিনের প্রথম নামাজে জানাজা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার নিজ গ্রাম জলিসায় তাকে দাফন করা হবে।