আলোর জগত ডেস্কঃ রাজধানীর কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় মুগদা, গোলাপবাগ এলাকায় বিক্ষোভ করছেন চালক-মালিকেরা। আজ সোমবার সকালে মুগদা-মানিকনগর বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই
রাজধানীর যেসব রোডে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেসব এলাকায় আবার রিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ করছেন চালক-মালিকেরা। ওই সড়কে বর্তমানে বাস চলাচল বন্ধ রয়েছে। রিকশাচালকেরা বলছেন, হঠাৎ করে রিকশা বন্ধ করে দেয়ায় সঙ্কটে পড়েছেন তারা। তাই একেবারে বন্ধ না করে রিকশার জন্য আলাদা লেন করার দাবি জানান তারা।
এদিকে, সকালে রিকশাচালক-মালিকদের বিক্ষোভের কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যাত্রীরা জানায়, প্রয়োজনের তুলনায় গণপরিবহণ অনেক কম। রিকশা বন্ধ থাকায় তাদের ভোগান্তি হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা থেকে সরে যায়নি রিকশা চালকরা।