আলোর জগত রির্পোট : রাজধানীর দক্ষিণ বনশ্রীর কাজীবাড়ী লেকের পানিতে গোসল করতে নেমে সোহান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : রিফাত হত্যায় জড়িত প্রভাবশালীরাও রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটিকে কার্যকর পদক্ষেপের নির্দেশ
স্কুলছাত্র সোহানের বাবা আহসান উল্লাহ জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান রোডে তিনি পরিবার নিয়ে থাকেন। সোহান বনশ্রী আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সকালে প্রতিদিনের মতো বাসা থেকে স্কুলে যায় সে। পরে দুপুর আড়াইটার দিকে জানতে পারি সে খিলগাঁও দক্ষিণ বনশ্রী কাজিবাড়ী ঝিলের পানিতে গোসল করতে নেমে সেখানে ডুবে যায়। পরে সেখানে গিয়ে দেখি লোকজন তাকে পানি থেকে উপরে তুলছে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাইবোনের মধ্যে সোহান ছিল ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।