নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে শয্যাশায়ী সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরো পড়ুন : জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের সিএমএইচে যান। সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন আছেন এইচএম এরশাদ। তার ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।