স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালের স্বপ্ন টিকে রাখার ম্যাচে নিজেদের প্রমাণ করতে পারেনি শ্রীলংকা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এবারের বিশ্বকাপ মিশন একবারে হতাশার হলেও, নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ঘুরে দাড়িয়েছে তারা। শ্রীলংকার দেওয়া মাত্র ২০৪ রানের টার্গেট খুব সহজে টপকে যায় প্রোটিয়ারা। ৯ উইকেট হাতে রেখেই ৩৭ ওভার ২ বলে জয় পায় তারা।
আরো পড়ুন : মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে ডিজিটাল সনদ: আ ক ম মোজাম্মেল হক
এর আগে দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়েন পিটোরিয়াস এবং ক্রিস মরিসের গতির মুখে পড়ে ৪৯.৩ ওভারে অলআউট হয় লংকানরা। শুক্রবার ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় শ্রীলংকা। ডোয়েন পিটোরিয়াস-ক্রিস মরিসে ও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা।
বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি দিমুথ করুনারত্নে, অভিষেক ফার্নান্দো, কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ২১.৫ ওভারে ১০০ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর শেষ দিকে কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, ও থিসেরা পেরেরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি। তবে জীবন মেন্ডিস ও ইসুর উদানের ছোট এবং কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২০৩ রান তুলতে সক্ষম হয় শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৪৯.৩ ওভারে ২০৩/১০ (কুশল পেরেরা ৩০, ফার্নান্দো ৩০, ডি সিলভা ২৪, কুশল মেন্ডিস ২৩, থিসেরা পেরেরা ২১, ইসুর উদান ১৭, জীবন মেন্ডিস ১৮; পিটোরিয়াস ৩/২৫, মরিস ৩/৪৬, রাবাদা ২/৩৬)।
দক্ষিণ আফ্রিকা: ৩৯ ওভারে (হাশিম আমলা ৮০*, ফাফ ডু প্লেসিস ৯৬*, কুইন্টন ডি কক ১৫)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।