আলোর জগত ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেঁড়া খোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আরো পড়ুন : মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (৩৪) ও তার ছেলে সাকিব খান (৮)। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্ট মার্টিন নামের একটি বাস তাদেরকে ঘটনাস্থলে চাপা দেয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের অনুরোধে সকাল ১০ অবরোধ তুলে নেয় জনতা।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে প্রশাসনের অনুরোধে জনতা অবরোধ তুলে নেয় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। মা ও ছেলের লাশ তাদের আত্মীয়-স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে।