বরগুনা প্রতিনিধি: বরগুনা সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র রিফাত হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে শির্ক্ষাথীরা। আজ বৃহষ্পতিবার সাড়ে ১২ টার দিকে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহপাঠী মিরাজ, অনুপ, সাগর তাদের বক্তব্যে বলেন, হত্যাকারী ও মাদক মামলার আসামী নয়নের ফাসির দাবী করছি আমরা।
আরো পড়ুন : প্রকাশ্যে মানুষটাকে মারল, কেউ এগিয়ে আসল না: হাইকোর্ট
আরো পড়ুন : স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসীরা রিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, আলোচিত রিফাত হত্যা মামলায় ৪ নম্বর আসামী চন্দনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।