স্পোর্টস ডেস্ক : বুকে ব্যথা অনুভব করায় ব্রায়ান লারাকে গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। এবার জানা গেছে ভালো খবর, ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার এখন ভালো আছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন।
আরো পড়ুন : রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে : প্রধানমন্ত্রী
একরাত থাকার পর এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন লারা। আজ বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতালের মুখপাত্র পরাগ দুরকে জানিয়েছেন, লারার অবস্থা একদমই স্বাভাবিক রয়েছে। হাসপাতাল থেকে মুম্বাইর হোটেলে ফিরে এসেছেন লারা। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্বকাপের ব্রডকাস্টারদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই বুকে ব্যথা অনুভব করেন ক্যারিবীয় কিংবদন্তি। সেখান থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানায় উদ্বেগের কিছু নেই।
এর আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পোস্ট করা এক অডিও বার্তায় লারা বলেন, আমি জানি, আমার কী হলো তা নিয়ে চিন্তায় আছেন সবাই। আমি জিমে অনুশীলন করছিলাম। তখনই বুকে ব্যথা হয়। আমার মনে হয় ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়াটাই ভালো সিদ্ধান্ত। আমাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যথাটা রয়েছে ঠিকই, সঙ্গে অনেক পরীক্ষাও হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার আরো বলেন, আমি হাসপাতালের বিছানায় শুয়ে মজায় আছি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছি। আমি সুস্থ হয়ে উঠছি। আমার ফোন বেজে চলেছে তাই ফোন বন্ধ করে দিয়েছি।
লারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১টি টেস্ট খেলে ১১ হাজার ৯৫৩ রান করেছেন। আর ২৯৯টি ওয়ানডে খেলে ১০ হাজার ৪০৫ রান করেন।
লারা একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে এক ইনিংসে ৪০০ রান করেন। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত এই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে তাঁর দখলে। ১৯৯৪ সালে এজবাস্টনে ডারহামের বিরুদ্ধে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে তিনি অপরাজিত ৫০১ রানের ইনিংসটি খেলেছিলেন।