ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

মোবাইল কোর্ট পরিচালনার অনুমতি পেল বিমান

আলোর জগত ডেস্ক :   যাত্রীর লাগেজ কাটা, যাত্রী হয়রানি, টিকিট জালিয়াতি, সম্পত্তি উদ্ধারসহ বিমানের নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমতি পেয়েছে এ প্রতিষ্ঠান।

আরো পড়ুন : ডিআইজি মিজানের ঘুষকাণ্ড তদন্তে কমিটি গঠন

আরো পড়ুন : দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

আরো পড়ুন :  ১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন এলাকাসমূহে অভিযান পরিচালিত হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে আসা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে উপসচিব (যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) জিয়াউদ্দিন আহমেদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে বিমানের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পদে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে বিমানের মালিকানাধীন জমিসহ অস্থাবর সম্পত্তি হুকুমদখল, বিমান-নিরাপত্তাবিরোধী অপরাধ দমন আইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এবং দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক সাজা প্রদান বা জরিমানা করতে পারবেন। বিমানের ইতিহাসে এই প্রথম এ কার্যক্রমের অনুমতি দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরের বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে। এর বাইরেও বিভিন্ন জায়গায় বিমানের নিজস্ব ভবন বা সম্পত্তি রয়েছে। মতিঝিল, বনানীতে বিমানের নিজস্ব টিকিট বিক্রয়কেন্দ্র রয়েছে। এসব কাউন্টারে পর্যাপ্ত টিকিট থাকা সত্ত্বেও বিভিন্ন সময় যাত্রীদের বলা হয় টিকিট শেষ। আবার ফ্লাইট অবতরণের পর যাত্রীদের লাগেজপ্রাপ্তিতে হয়রানিসহ ধীরগতির অভিযোগও রয়েছে। প্রধামন্ত্রীর নির্দেশে বিমানকে লাভজনক করতে এসব অনিয়ম দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া বিমান ও বিমানে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। বিমানের সম্পত্তি উদ্ধারেও দখলদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাজা প্রদানসহ বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রী সুবিধাসহ বিমানের নিরাপত্তায় প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্পত্তি উদ্ধারসহ নানা ধরনের অনিয়ম ঠেকাতে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

মোবাইল কোর্ট পরিচালনার অনুমতি পেল বিমান

আপডেট টাইম : ০২:৩৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯

আলোর জগত ডেস্ক :   যাত্রীর লাগেজ কাটা, যাত্রী হয়রানি, টিকিট জালিয়াতি, সম্পত্তি উদ্ধারসহ বিমানের নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমতি পেয়েছে এ প্রতিষ্ঠান।

আরো পড়ুন : ডিআইজি মিজানের ঘুষকাণ্ড তদন্তে কমিটি গঠন

আরো পড়ুন : দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

আরো পড়ুন :  ১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন এলাকাসমূহে অভিযান পরিচালিত হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে আসা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে উপসচিব (যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) জিয়াউদ্দিন আহমেদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে বিমানের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পদে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে বিমানের মালিকানাধীন জমিসহ অস্থাবর সম্পত্তি হুকুমদখল, বিমান-নিরাপত্তাবিরোধী অপরাধ দমন আইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এবং দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক সাজা প্রদান বা জরিমানা করতে পারবেন। বিমানের ইতিহাসে এই প্রথম এ কার্যক্রমের অনুমতি দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরের বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে। এর বাইরেও বিভিন্ন জায়গায় বিমানের নিজস্ব ভবন বা সম্পত্তি রয়েছে। মতিঝিল, বনানীতে বিমানের নিজস্ব টিকিট বিক্রয়কেন্দ্র রয়েছে। এসব কাউন্টারে পর্যাপ্ত টিকিট থাকা সত্ত্বেও বিভিন্ন সময় যাত্রীদের বলা হয় টিকিট শেষ। আবার ফ্লাইট অবতরণের পর যাত্রীদের লাগেজপ্রাপ্তিতে হয়রানিসহ ধীরগতির অভিযোগও রয়েছে। প্রধামন্ত্রীর নির্দেশে বিমানকে লাভজনক করতে এসব অনিয়ম দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া বিমান ও বিমানে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। বিমানের সম্পত্তি উদ্ধারেও দখলদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাজা প্রদানসহ বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রী সুবিধাসহ বিমানের নিরাপত্তায় প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্পত্তি উদ্ধারসহ নানা ধরনের অনিয়ম ঠেকাতে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।