আলোর জগত ডেস্ক : রাজধানীর উত্তরখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাকিব নামে ২০ বছর বয়সী এক যুবককে হত্যার দায়ে তিনজনকে আটক করেছে র্যাব, যাদের মধ্যে হত্যাকাণ্ডের ‘মূল হোতা’ও আছেন বলে জানিয়েছে র্যাব।সোমবার রাতে উত্তরায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. শাহীন ওরফে ব্ল্যাক শাহীনসহ তিনজনকে আটক করে র্যাব-১ এর একটি দল। এ সময় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশের এলিট ফোর্সটি।
আরো পড়ুন : ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুলাই
আরো পড়ুন : ডিআইজি মিজানের ঘুষকাণ্ড তদন্তে কমিটি গঠন
আটকদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গত শনিবার বিকালে উত্তরখানের বাটুলিয়া নদীর পাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন সাকিব। আহত হন তার বন্ধু শিপন। পরে শিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।