>

শনিবার, ১০ Jun ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন

যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করব: চীন

যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করব: চীন

আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্ব পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

আরো পড়ুন :  চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

আরো পড়ুন : আষাঢ়ের প্রথমদিনেই রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আরো পড়ুন : কোপার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট জিনপিং একথা বলেন।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়ার নিন্দা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে।

বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইরান ও চীনের প্রতিরোধ শুধু দুই দেশ নয় বরং সারা বিশ্বের স্বার্থ রক্ষা করবে। ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতাসহ আন্তর্জাতিক চুক্তি ও আইন লঙ্ঘনের জন্য তিনি আমেরিকার নিন্দা জানান।

তিনি বলেন, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এশিয়াসহ সারা বিশ্বের ওপর আধিপ্যত কায়েম করতে চায়। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নে ইরান মৌলিক ভূমিকা পালনে প্রস্তুত বলেও প্রেসিডেন্ট রুহানি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com