আলোর জগত ডেস্ক : হুইলচেয়ারে বসে রাজধানীর একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি’র (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার কূটনীতিকদের সম্মানে এরশাদ আয়োজনে ইফতার অনুষ্ঠান রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : ঈদযাত্রা শুরু : লম্বা ছুটির ফাঁদে দেশ
আরো পড়ুন : জাপান থেকে সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী
অনুষ্ঠানের কয়েক মিনিট আগে একটি হুইলচেয়ারে করে আসেন এরশাদ। বেশ কয়েকদিন পর হুইলচেয়ারে করে তাকে জনসম্মুখে দেখা গেল।
জাতীয় পার্টির এই ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। ইফতারে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাবিদ সেলিম আবদুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বজিৎ দে ছাড়াও যুক্তরাজ্য, চীন, কাতার, আফগানিস্তান, জাপান, ইন্দোনেশিয়া, ডেনমার্ক, নেপাল, ভিয়েতনাম ও লিবিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের সাংসদ আকবর হোসেন খান পাঠান প্রমুখ অংশ নেন।
জাতীয় পার্টির পদস্থ নেতারা এই ইফতার অনুষ্ঠানে যোগ দিলেও আসেননি দলটির কো চেয়ারম্যান রওশান এরশাদ।