নিজস্ব প্রতিবেদক : সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় প্রয়াত শিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান তিনি।
আরো পড়ুন : দেশে পৌঁঁছেছে সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ
আরো পড়ুন : সুবীর নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২৬ মিনিটে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সুবীর নন্দীর বয়স হয়েছিল ৬৫ বছর।