আলোর জগত ডেস্ক : রমজানের প্রথম দিনে এতিমদের সাথে ইফতার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে তিনি ইফতার করেন।
বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ, এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
আরো পড়ুন : সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা টাইগারদের
এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ইসলামের খেদমতে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশবাসী চিরদিন স্মরণে রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এরশাদের কীর্তি অক্ষয় হয়ে থাকবে।