স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন প্যারিস সেইন জার্মেইয়ের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
গোল আর জাদুকরী ফুটবলের জন্য আলোচনায় আসেন প্রায়ই। কিলিয়ান এমবাপ্পে এবার শিরোনামে ভিন্ন কারণে। ফ্রেঞ্চ কাপ ফাইনালে প্রতিপক্ষ রেঁনে ডিফেন্ডার দামিয়েন দা সিলভাকে বেপরোয়া ট্যাকল করে। সে জন্য রেফারি লাল কার্ড দেখিয়েছিলেন প্যারিস সেন্ত জার্মেইর এ ফরোয়ার্ডকে। এবার কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ করল তিন ম্যাচের জন্য।
আরো পড়ুন : ছোট পরিসরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া
আরো পড়ুন : এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
ফ্রেঞ্চ কাপ জয়ে ফেভারিট ছিল পিএসজিই। কিন্তু জয়সূচক গোল না দেখে হতাশায়ই কিনা অতিরিক্ত সময়ের শেষদিকে অমন ফাউল করে বসেন এমবাপ্পে। পরে টাইব্রেকারেও হেরে যায় দল। খেলা শেষে রেঁনের এক সমর্থককে মারার অভিযোগ আনা হয়েছে এমবাপ্পের সতীর্থ নেইমারের বিপক্ষেও। তাতে দোষী প্রমাণিত হলে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ হতে পারেন এই ব্রাজিলিয়ান।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর রেফারিকে অপমান করায় মহাদেশীয় ওই প্রতিযোগিতায় তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়েগ আছেন নেইমার।