ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

আজ মান্না দের জন্মদিন

বিনোদন ডেস্ক:   আজ প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্ন দে’র জন্মদিন। এই শিল্পী ১৯১৯ সালের ১ মে কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, অসমিয়াসহ বিভিন্ন ভাষায় অজস্র গান গেয়ে বিশ্বসঙ্গীত জগতে বিখ্যাত হয়েছেন। বৈচিত্র্যের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সর্বকালের সেরা গায়ক হিসেবে অনেকেই গণ্য করেন।

আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলকাতায় আয়োজন করা হয়েছে একটি বড় মাপের অন্যরকম স্মরণ অনুষ্ঠানের। ভারতীয় বাংলা গানের অনেক গুণী শিল্পী হাজির হবেন এই অনুষ্ঠানে।

আরো পড়ুন :   রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া

এ আয়োজনে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পিসি সরকার জুনিয়র, উষা উথুপ, কবিতা কৃষ্ণমূর্তি, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা, ইন্দ্রানি সেন, সৈকত মিত্র প্রমুখ।

অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের সঙ্গে গান গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী সুস্মিতা আনিস। এই স্মরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী সুজিত বোস।

৫০ থেকে ৭০ দশক পর্যন্ত হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন মান্না দে। তার সংগীত জীবনে সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড হয়। সংগীত ভুবনে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। এছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করে। ২০১৩ সালের ২৪শে অক্টোবর তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অনেক ভাষায় তিনি ষাট বছরেরও বেশি সময় সংগীত চর্চা করেছিলেন। বৈচিত্র্যের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে মনে করেন অনেক বিশেষজ্ঞ সংগীতবোদ্ধা।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ মান্না দের জন্মদিন

আপডেট টাইম : ১২:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯

বিনোদন ডেস্ক:   আজ প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্ন দে’র জন্মদিন। এই শিল্পী ১৯১৯ সালের ১ মে কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, অসমিয়াসহ বিভিন্ন ভাষায় অজস্র গান গেয়ে বিশ্বসঙ্গীত জগতে বিখ্যাত হয়েছেন। বৈচিত্র্যের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সর্বকালের সেরা গায়ক হিসেবে অনেকেই গণ্য করেন।

আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলকাতায় আয়োজন করা হয়েছে একটি বড় মাপের অন্যরকম স্মরণ অনুষ্ঠানের। ভারতীয় বাংলা গানের অনেক গুণী শিল্পী হাজির হবেন এই অনুষ্ঠানে।

আরো পড়ুন :   রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া

এ আয়োজনে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পিসি সরকার জুনিয়র, উষা উথুপ, কবিতা কৃষ্ণমূর্তি, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা, ইন্দ্রানি সেন, সৈকত মিত্র প্রমুখ।

অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের সঙ্গে গান গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী সুস্মিতা আনিস। এই স্মরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী সুজিত বোস।

৫০ থেকে ৭০ দশক পর্যন্ত হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন মান্না দে। তার সংগীত জীবনে সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড হয়। সংগীত ভুবনে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। এছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করে। ২০১৩ সালের ২৪শে অক্টোবর তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অনেক ভাষায় তিনি ষাট বছরেরও বেশি সময় সংগীত চর্চা করেছিলেন। বৈচিত্র্যের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে মনে করেন অনেক বিশেষজ্ঞ সংগীতবোদ্ধা।