আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ রবিবার নিজেকে বিজয়ী দাবি করেছেন। আগাম নির্বাচনে তার দল পার্লামেন্টের অধিকাংশ আসনে জয়ী হওয়ার পর তিনি এ দাবি করেন। তবে সানচেজের দল অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, স্পেনের সমাজতান্ত্রিক দল এবারের নির্বাচনে বিজয়ী হয়েছে, কিন্তু অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
আরো পড়ুন : শ্রীলঙ্কায় নিষিদ্ধ হলো বোরকা
খবরে আরো বলা হয়েছে, স্পেনের পার্লামেন্টে ৩৫০ আসনের মধ্যে পেদ্রো সানচেজের দল পেয়েছে ১২৩টি আসন এবং তাদের সাবেক জোট দল পোদেমস পেয়েছে ৪২ টি আসন। অন্যান্য দল পপুলার পার্টি পেয়েছে ৬৬টি আসন, সিটিজেন ৫৭ টি এবং ভক্স ২৪ টি আসন পেয়েছে।
মাদ্রিদে দলীয় প্রধান কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে পেদ্রো সানচেজ বলেন, ‘নির্বাচনে সমাজতান্ত্রিক দল জিতে গেছে। এর মাধ্যমে ভবিষ্যত জয়লাভ করল এবং অতীত হেরে গেল।’