আলোর জগত ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই জলদস্যু দলের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার লেমশিখালী দরবার শরিফসংলগ্ন বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার আবদুল করিম ও কালু। পুলিশ বলছে, তারা ওই এলাকার ‘চিহ্নিত জলদস্যু’।
আরো পড়ুন : ফোনে শেখ হাসিনাকে সমবেদনা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যু দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জলদস্যুরা পালিয়ে গেলে বেড়িবাঁধের ওপর দুজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।