ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নববর্ষের অনুষ্ঠানে সেনানিবাসে রাষ্ট্রপতি

আলোর জগত ডেস্ক :  বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা লেডিস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে সেনাবাহিনীর ঢাকা লেডিস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে তার পত্নী রাশিদা খানম, পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তারাসহ পরিবারের সদস্যরা ছিলেন।

সন্ধ্যায় গলফ ক্লাবে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ স্বাগত জানান রাষ্ট্রপতিকে।

অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে সেনাবাহিনীর শিল্পীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করায় তাদের ধন্যবাদ জানান। একইসঙ্গে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর পারফর্মার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। পরে রাষ্ট্রপতি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

নববর্ষের অনুষ্ঠানে সেনানিবাসে রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৩:৫১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯

আলোর জগত ডেস্ক :  বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা লেডিস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে সেনাবাহিনীর ঢাকা লেডিস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে তার পত্নী রাশিদা খানম, পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তারাসহ পরিবারের সদস্যরা ছিলেন।

সন্ধ্যায় গলফ ক্লাবে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ স্বাগত জানান রাষ্ট্রপতিকে।

অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে সেনাবাহিনীর শিল্পীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করায় তাদের ধন্যবাদ জানান। একইসঙ্গে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর পারফর্মার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। পরে রাষ্ট্রপতি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে যোগ দেন।