আলোর জগত ডেস্ক : পদ্মাসেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারে দশম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্প্যানটি বসলে সেতুর পুরো দেড় কিলোমিটার দৃশ্যমান হবে। এরই মধ্যে স্প্যানটি ১৩ ও ১৪ নম্বর পিলারের কাছে পৌঁছেছে। এর আগে আজ বুধবার সকালে স্প্যানটি নিয়ে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেয় ক্রেন। ১৫০ মিটার লম্বা স্প্যানটি নিয়ে ঘন্টায় ৭ কিলোমিটার বেগে ১৩ এবং ১৪ নম্বর পিলারের দিকে এগিয়ে যায় ক্রেনটি।
এ নিয়ে পদ্মাসেতুতে ১০ টি স্প্যান বসতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল জাজিরা প্রান্তে ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের আরও একটি স্প্যান বসানো হতে পারে। সেই পিলার দুটিও প্রায় প্রস্তুত।
সেতুর প্রকৌশলীরা জানিয়েছেন, ১০ টি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজও শেষ হয়েছে। বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলের অর্ধেক বসানো হয়ে গেছে।
জানা গেছে, পদ্মাসেতুর পিয়ার বা খুঁটি ৪২টি। এর মধ্যে ২২টি খুঁটির নির্মাণ শেষ। আগামী জুন মাসের মধ্যে বাকি আরও ১০টি খুঁটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে। তখন আরও গতিতে স্প্যান বসানো যাবে। প্রতি মাসে দুটি করে স্প্যান বসানো তখন সম্ভব হবে।