কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের আগুন প্রায় আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের অবিরাম চেষ্টার পর আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ জানান, শুরুতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ব্যাপক মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি ওই স্পিনিং মিলে প্রচুর পরিমাণ সুতা ও তুলা থাকায় আগুন অল্প সময়েই পুরো কারখানায় ছড়িয়ে পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে যে পরিমাণ পানি দরকার ছিল তা ইপিজেডের ভেতর ছিল না। তাই পাম্প চালিয়ে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে তবে ভেতরে মালামালের ভেতর জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।