আলোর জগত ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নারায়ণগঞ্জের কাঁচপুরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।
তবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কী উদ্দেশে জমি কিনেছে এবং সেখানে কী করবে- সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ।
ডিএসই’র তথ্য অনুযায়ী কোম্পানিটির মোট শেয়ারের ২৭ দশমিক ৭৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে ১৬ দশমিক ৬৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৫ দশমিক ৭৬ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩৯ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।
পুঁজিবাজারে ‘এ’ গ্রুপের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের নিয়মিতই মোটা অংকের লভ্যাংশ দিয়ে আসছে। ২০১৮ সালে ৪৮ শতাংশ নগদ, ২০১৭ সালে ৪৫ শতাংশ নগদ, ২০১৬ সালে ৪০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি হিসাব বছরের (২০১৮-১৯) প্রথম ৬ মাসে বা ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি মুনাফা করেছে ৯২ কোটি টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬০ পয়সা।