তবে এদিন ম্যাচের চিত্র অন্যরকম ছিল। ম্যাচের ফল ড্র-ই ধরে নিয়েছিল সবাই। রবার্তো ফিরমিনোর গোলে শুরুতে লিভারপুল এগিয়ে যাওয়ার পর টটেনহ্যামের হয়ে সমতা ফেরান লুকাস মউরা। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্তও সেই স্কোরলাইন বহাল থাকল। কিন্তু এরপরই যেন স্বয়ং ভাগ্য দেবী এসে রক্ষা করল লিভারপুলকে।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে নাটকীয় এক জয় তুলে নিল লিভারপুল। অ্যানফিল্ডে টটেনহ্যামকে ২-১ গোলে হারায় জার্গেন ক্লপের দল।
এই ম্যাচ জেতায় ফের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল লিভারপুর। যদিও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে দলটি। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৭৭।
এদিন ম্যাচের ১৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। বিরতির পর ম্যাচের ৭০ মিনিটে খেলায় সমতা আনে টটেনহ্যাম। গোল করেন দলটির ব্রাজিলিয়ান তারকা মউরা।
এরপর ৯০ মিনিটে আত্মঘাতী গোল হজম করে টটেনহ্যামের। যার জন্য নিজেকে অপরাধী ভাবতে পারেন টটেনহ্যাম গোলরক্ষক লোরিস। মোহাম্মদ সালাহর হেড পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি ফরাসি গোলরক্ষক। পরে টবি আল্ডারভাইরেল্ড ফিরতি বল ক্লিয়ার করতে করতে গোল লাইন পেরিয়ে যায় তা।
দিনের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও কার্ডিফ সিটির বিপক্ষে জিতেছে চেলসি। ২-১ গোলে নাটকীয় জয় তুলে নিয়েছে দলটি।