স্পোর্টস ডেস্ক : এবার বিতর্কে দলের টেস্ট অধিনায়ক দিমুথ করুনারাত্নে। মদ্য পানে গাড়ি চালিয়ে ঘটিয়েছেন দুর্ঘটনা। দুর্ঘটনার শিকার মোটরবাইক চালক খুব বেশি আহত না হলেও গ্রেপ্তার হয়েছেন করুনারাত্নে।
কলম্বোর বোরেলায় রোববার ভোরে মদ্য পানে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হন করুনারাত্নে। তবে সকালেই তাকে জামিন দেয়া হয়। তবে চলতি সপ্তাহেই পরবর্তী শুনানির জন্য কোর্টে হাজিরা দিতে হবে করুনারাত্নেকে।
এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কোর্টের আনুষ্ঠানিক শুনানি ও শাস্তি বা জরিমানা প্রদান করে বোর্ডের রায়ের অপেক্ষা করতে হবে করুনারাত্নেকে। আসন্ন বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়েয় হয়তো নতুন করে ভাবতে হবে লঙ্কান বোর্ডকে।