ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় অনিয়মের অভিযোগে ৩ কেন্দ্রে ভোট স্থগিত

আলোর জগত ডেস্ক :   কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্যালটে পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগে ভোট শুরুর আগেই আজ রোববার সকালে কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া তিতাস থানার এএসআই মাসুদ পোশাকবিহীন শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্ব থেকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।

এদিকে সকাল থেকেই জেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সকাল সাড়ে ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় অনেকটা ভোটার শূন্য।

প্রিসাইডিং অফিসার রেজাউল হক জানান, এখানে ভোটার ৩ হাজার ২৩৯ জন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভোট পড়েছে ১৫টি। মাঠে আইনপ্রয়োগকারী সংস্থা ও মিডিয়া কর্মীদের উপস্থিতি ব্যাপক থাকলেও ছিল না ভোটার।

সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী নিমসার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়েও দেখা যায় একই চিত্র। প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক জানান, ওই কেন্দ্রে ৩ হাজার ৭৩১ জন ভোটার রয়েছে, ভোট পড়েছে মাত্র ২৬টি।

উল্লেখ্য, আজ বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, চান্দিনা, তিতাস, হোমনা ও মেঘনার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জনসহ ৭৫ জন রয়েছেন। সাতটি উপজেলায় ভোটার ১৩ লাখ ৮৫ হাজার ৭২৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

কুমিল্লায় অনিয়মের অভিযোগে ৩ কেন্দ্রে ভোট স্থগিত

আপডেট টাইম : ০৩:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :   কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্যালটে পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগে ভোট শুরুর আগেই আজ রোববার সকালে কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া তিতাস থানার এএসআই মাসুদ পোশাকবিহীন শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্ব থেকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।

এদিকে সকাল থেকেই জেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সকাল সাড়ে ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় অনেকটা ভোটার শূন্য।

প্রিসাইডিং অফিসার রেজাউল হক জানান, এখানে ভোটার ৩ হাজার ২৩৯ জন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভোট পড়েছে ১৫টি। মাঠে আইনপ্রয়োগকারী সংস্থা ও মিডিয়া কর্মীদের উপস্থিতি ব্যাপক থাকলেও ছিল না ভোটার।

সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী নিমসার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়েও দেখা যায় একই চিত্র। প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক জানান, ওই কেন্দ্রে ৩ হাজার ৭৩১ জন ভোটার রয়েছে, ভোট পড়েছে মাত্র ২৬টি।

উল্লেখ্য, আজ বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, চান্দিনা, তিতাস, হোমনা ও মেঘনার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জনসহ ৭৫ জন রয়েছেন। সাতটি উপজেলায় ভোটার ১৩ লাখ ৮৫ হাজার ৭২৪ জন।