>

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

আবরারকে চাপা দেয়া বাসচালকের সহকারী গ্রেফতার

আবরারকে চাপা দেয়া বাসচালকের সহকারী গ্রেফতার

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :   রাজধানীর প্রগতি স্মরণীতে সড়কে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়া বাসচালকের সহকারীকে গ্রেফতার করা হয়েছে।ডিবি (উত্তর) পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি ডিবি (উত্তর) সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, দুর্ঘটনার সময় তিনিই (চালকের সহকারী) গাড়ি চালাচ্ছিলেন।

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টায় প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com