স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০১৮’ ক্যাপ পেয়েছেন রুমানা আহমেদ। গত বছর বল হাতে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে, তারই পুরস্কার পেলেন তিনি।
রবিবার সুখবরটা পাওয়ার পর রুমানা বলেন, আইসিসির কাছ থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। কোনো কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। এই অর্জন আমাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে। গত বছরের মতো এ বছরও আমি ভালো করতে উন্মুখ। সব সময় স্বপ্ন দেখি, আমার পারফরমেন্সে বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে।
গত বছর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল রুমানার। বাংলাদেশের জার্সিতে ২৪টি ম্যাচ খেলে মাত্র ৪.৭৮ ইকোনমি রেটে ৩০ উইকেট শিকার করেছিলেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তিন ওভার বল করে একটি মেডেনসহ মাত্র দুই রানের বিনিময়ে তিন উইকেট।
শুধু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পুরস্কার নয়, দেশেও একটি পুরস্কার পেয়ে উচ্ছ¡সিত রুমানা। অতি সম্প্রতি ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা’ পেয়েছেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি পেয়েও দারুণ খুশি এই স্পিনার।