স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে আমস্টারডামে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রোববার রাতে ইউরো-২০২০ এর বাছাইপর্বে ‘সি’ গ্রুপের বড় ম্যাচে আবার ডাচদের মুখোমুখি হয়েছিল জার্মানরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার নাটকীয় এক ম্যাচে ৩-২গোলে স্বাগতিকদের পরাজিত করে মধুর প্রতিশোধ নিয়েছে জোয়াকিম লো’র দল।
সাম্প্রতিক সময়ে নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও নেই জার্মানি। ঘরের মাঠে এই ম্যাচ হওয়ায় সবাই নেদারল্যান্ডসকেই ফেভারিটের খাতায় রেখেছিল। তবে প্রথমার্ধেই দুই গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় জার্মানি। ম্যাচের শুরু থেকেই ডাচদের চেপে ধরে ১৫ মিনিটে এগিয়ে যায় জার্মানরা। স্বাগতিকদের ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লেরয় সানে।
ম্যাচের ৩৪ মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। ডাচদের ডি-বক্সে বল পেয়ে ডাচদের তারকা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে কাটিয়ে কোনাকুনি শটে গোল করে জার্মানদের ২-০ গোলে এগিয়ে দেন জিনাব্রি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে ডাচরা। ৪৮ মিনিটে ডি লিখট মাপা হেডে গোল করে ব্যবধান ২-১ করেন।
১৫ মিনিট পর ম্যাচে সমতা আনেন মেমফিস ডিপে। ডি-বক্সে জার্মানির রক্ষণভাগের খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-২ করেন ডিপে। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠে ম্যাচ। তবে নিশ্চিত ড্র’র দিকে এগোতে থাকা ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জার্মানির নাটকীয় জয় নিশ্চিত হয়। ৯০ মিনিটে ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো শুলজ প্লেসিং শটে গোল করে ৩-২ ব্যবধানে জার্মানদের রোমাঞ্চকর জয় এনে দেন।
গ্রুপের অন্য ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।