স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে ৩১টি বছর পার করে ৩২তম বছরে পা দিলেন সাকিব আল।আজ বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন। শুভ জন্মদিন সাকিব আল হাসান।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮৫৫ রানের মালিক সাকিব যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।
টেস্টে তার উইকেট সংখ্যা ২০৫ যা বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৪৭ যা বাংলাদেশে দ্বিতীয়, তবে অচীরেই প্রথম অবস্থানটি তারই হবে। সেলক্ষ্যে প্রয়োজন মাত্র ১২টি উইকেট।
টি২০ ফরমেটে সাকিবের উইকেট সংখ্যা ৮৫ যা বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্বক্রিকেটে তৃতীয়।
এবার আসি শতক ও অর্ধশতকের পালায়। টেস্টে সাকিবের অর্ধশতক ২৪, শতক ৫ ও ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে অর্ধশতক ৪০টি আর শতশ ৭ টি। টি২০ ক্রিকেটে অর্ধশতক ৮টি, ক্যারিয়ার সেরা রান ৮৪।
ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে ১০ হাজার রান ও ৪৫০ উইকেটের বেশি নেওয়ার কৃতিত্ব মাত্র তিনজনের। এরমধ্যে সাকিব একজন।