আলোর জগত ডেস্ক : ৬০ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস করে নতুন বিতর্কে পড়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে ঘটনার কথা স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে ফেসবুক। খবর বিজনেস ট্যুডে’র।
ফেসবুকের প্রতিটি পাসওয়ার্ডই এনক্রিপটেড বা সাংকেতিকভাবে থাকার কথা। যাতে তা কোনভাবেই কারও নজরে না আসে। অভিযোগ, সাংকেতিকভাবে না থেকে তা রয়েছে টেক্সট হিসাবে। ফলে তা সহজেই ফেসবুক কর্মীদের হাতের মুঠোয় এসে যাচ্ছে। এর মধ্যে ফেসবুক ছাড়াও রয়েছে ফেসবুক লাইট, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড।
এই সম্পর্কে নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস বলেন, যেসব পাসওয়ার্ড ফাঁস হয়েছে, এগুলো অনেক পুরনো। খুব সম্ভবত ২০১২ সালের দিকের হতে পারে। এসব পাসওয়ার্ড ফেসবুকের নিয়মানুযায়ী সাংকেতিক ভাষায় সংরক্ষিত হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে সংরক্ষিত হয়েছে টেক্সট আকারে। এতে সবাই সেগুলো বুঝতে পেরেছেন।
এই ব্যাপারে এক বিবৃতিতে ফেসবুক জানায়, অভ্যন্তরীণ নেটওয়ার্কে যে সমস্যার কারণে পাসওয়ার্ড সংরক্ষিত হয়েছিল, সেই সমস্যা আমরা এরই মধ্যে সমাধান করেছি।
অবশ্য ফেসবুক যাই বলুক না কেন, এরই মধ্যে আবারও নতুন করে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুক ব্যবহার নিরাপদ কিনা এখন এটিই হয়ে উঠছে আলোচনার বিষয়।