ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা দেশবাসী বহন করতে পারে না: হানিফ

ফাইল ছবি

আলোর জগত ডেস্কঃ   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তোলেন হানিফ।

হানিফ প্রশ্ন রেখে বলেন, নিরাপদ সড়কের দায়িত্বে যে মন্ত্রণালয় নিয়োজিত, কেন আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ? তা আমরা জানতে চাই। সরকারি কর্মকর্তারা যারা আছেন, তাদের ব্যর্থতার দায়ভার সরকার বা দেশবাসী নিতে পারে না। এর জবাব আপনাদেরকেই দিতে হবে।

হানিফ বলেন, গতবার নিরাপদ সড়কের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, কেন আপনারা সরকারি কর্মকর্তারা সে নির্দেশনা ও আইন বাস্তবায়ন করলেন না সেজন্য আপনাদের জবাব দিতে হবে।

এ সময় নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেন, আমরাও নিরাপদ সড়ক চাই। আমাদের সবার নিরাপদ সড়ক দরকার। সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন বলে দাবি জানাচ্ছি।

আলোচনা সভায় বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, দলটির জন্য আফসোস হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে পুঁজি করে উসকানি দিচ্ছেন। লন্ডন থেকে ফোন করে বিএনপি নেতাদের বলা হয়, এবার কিছু করার জন্য। এ ইস্যুকে কাজে লাগাতে হবে। গতবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন লন্ডন থেকে ফোন করে বিএনপিকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বলা হয়েছিল। কিন্তু ছাত্ররা ঘরে ফিরে গেলে তারা হতাশ হয়।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, লন্ডনে বসে কোনো ইস্যু খুঁজে লাভ নেই। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে থেকে দেশের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা দেশবাসী বহন করতে পারে না: হানিফ

আপডেট টাইম : ০২:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্কঃ   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তোলেন হানিফ।

হানিফ প্রশ্ন রেখে বলেন, নিরাপদ সড়কের দায়িত্বে যে মন্ত্রণালয় নিয়োজিত, কেন আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ? তা আমরা জানতে চাই। সরকারি কর্মকর্তারা যারা আছেন, তাদের ব্যর্থতার দায়ভার সরকার বা দেশবাসী নিতে পারে না। এর জবাব আপনাদেরকেই দিতে হবে।

হানিফ বলেন, গতবার নিরাপদ সড়কের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, কেন আপনারা সরকারি কর্মকর্তারা সে নির্দেশনা ও আইন বাস্তবায়ন করলেন না সেজন্য আপনাদের জবাব দিতে হবে।

এ সময় নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেন, আমরাও নিরাপদ সড়ক চাই। আমাদের সবার নিরাপদ সড়ক দরকার। সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন বলে দাবি জানাচ্ছি।

আলোচনা সভায় বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, দলটির জন্য আফসোস হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে পুঁজি করে উসকানি দিচ্ছেন। লন্ডন থেকে ফোন করে বিএনপি নেতাদের বলা হয়, এবার কিছু করার জন্য। এ ইস্যুকে কাজে লাগাতে হবে। গতবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন লন্ডন থেকে ফোন করে বিএনপিকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বলা হয়েছিল। কিন্তু ছাত্ররা ঘরে ফিরে গেলে তারা হতাশ হয়।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, লন্ডনে বসে কোনো ইস্যু খুঁজে লাভ নেই। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে থেকে দেশের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।