ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

খালেদার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ১ এপ্রিল

ফাইল ছবি

আলোর জগত ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি সময়ের আবেদনের কারণে আবারো পিছিয়ে ১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।গতকাল মঙ্গলবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সময়ের আবেদন করলে আদালত তা শেষবারের মতো মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের পক্ষে নিজেদের নির্দোষ দাবি করে গত ৩ মার্চ চার্জ শুনানি শেষ করেন। খালেদা জিয়া ছাড়া সব আসামি পক্ষে চার্জ শুনানি শেষ হয়েছে। মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর সাজা হওয়ার পর খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখান থেকে চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে গত বছর ৬ অক্টোবর চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেয়া হয়। এরমধ্যে আবার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদন্ড দেয়া হয় এবং ৩০ অক্টোবর জিয়া অরফানেজ মামলায় আপিলে তার সাজা বৃদ্ধি করে ১০ বছরের জেল দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

খালেদার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ১ এপ্রিল

আপডেট টাইম : ০২:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি সময়ের আবেদনের কারণে আবারো পিছিয়ে ১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।গতকাল মঙ্গলবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সময়ের আবেদন করলে আদালত তা শেষবারের মতো মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের পক্ষে নিজেদের নির্দোষ দাবি করে গত ৩ মার্চ চার্জ শুনানি শেষ করেন। খালেদা জিয়া ছাড়া সব আসামি পক্ষে চার্জ শুনানি শেষ হয়েছে। মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর সাজা হওয়ার পর খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখান থেকে চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে গত বছর ৬ অক্টোবর চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেয়া হয়। এরমধ্যে আবার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদন্ড দেয়া হয় এবং ৩০ অক্টোবর জিয়া অরফানেজ মামলায় আপিলে তার সাজা বৃদ্ধি করে ১০ বছরের জেল দেওয়া হয়।