ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

ভিসির বাসার সামনে ছাত্রলীগের অবস্থানকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আলোর জগত ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফল কারচুপির অভিযোগ এনে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রথমে ছাত্রলীগের কর্মীরা ভিসির বাড়ির সামনের সড়কে মানববন্ধন করেন। পরে তারা সেখানে রাস্তার ওপরে  অবস্থান নেন। ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। বিশ্ববিদ্যালয় এলাকায়   থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের কয়েকটি জায়গায় রাস্তার ওপরে বিচ্ছিন্নভাবে টায়ার জালিয়ে প্রতিবাদ জানান ছাত্রলীগের কর্মীরা। তারা বলছেন, নির্বাচন সুষ্ঠ হলেও ফল কারচুপি করা হয়েছে। আমরা এই ফল প্রত্যাখ্যান করছি।

এদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সোমবার ছাত্রলীগ ছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীরা  মঙ্গলবার ঢাবিতে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল।

সরেজমিন দেখা গেছে, ধর্মঘট নয়, তবে ক্লাস বর্জন চলছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখে প্রতিটি গেট  বন্ধ করে দিয়ে গাড়ি ও সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

নির্বাচনে বিজয় একাত্তর হল সংসদে সদস্য পদে বিজয়ী রেজাউল রায়হান বলেন, চক্রান্ত করে ফল কারচুপির মাধ্যমে ভিপি পদ দেওয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীদের বিজয়ী করতে চক্রান্ত করা হয়েছে। এই ফল মানি না।

প্রসঙ্গত, নির্বাচনে ১১ হাজার ৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুরু। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট।

ডাকসু নির্বাচনের ২৫টি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। শুধু সমাজসেবা সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের আখতার হোসেন জয়ী হয়েছেন।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন।

এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন ও সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন। এর বাইরে ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ভিসির বাসার সামনে ছাত্রলীগের অবস্থানকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট টাইম : ০৩:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফল কারচুপির অভিযোগ এনে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রথমে ছাত্রলীগের কর্মীরা ভিসির বাড়ির সামনের সড়কে মানববন্ধন করেন। পরে তারা সেখানে রাস্তার ওপরে  অবস্থান নেন। ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। বিশ্ববিদ্যালয় এলাকায়   থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের কয়েকটি জায়গায় রাস্তার ওপরে বিচ্ছিন্নভাবে টায়ার জালিয়ে প্রতিবাদ জানান ছাত্রলীগের কর্মীরা। তারা বলছেন, নির্বাচন সুষ্ঠ হলেও ফল কারচুপি করা হয়েছে। আমরা এই ফল প্রত্যাখ্যান করছি।

এদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সোমবার ছাত্রলীগ ছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীরা  মঙ্গলবার ঢাবিতে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল।

সরেজমিন দেখা গেছে, ধর্মঘট নয়, তবে ক্লাস বর্জন চলছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখে প্রতিটি গেট  বন্ধ করে দিয়ে গাড়ি ও সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

নির্বাচনে বিজয় একাত্তর হল সংসদে সদস্য পদে বিজয়ী রেজাউল রায়হান বলেন, চক্রান্ত করে ফল কারচুপির মাধ্যমে ভিপি পদ দেওয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীদের বিজয়ী করতে চক্রান্ত করা হয়েছে। এই ফল মানি না।

প্রসঙ্গত, নির্বাচনে ১১ হাজার ৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুরু। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট।

ডাকসু নির্বাচনের ২৫টি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। শুধু সমাজসেবা সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের আখতার হোসেন জয়ী হয়েছেন।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন।

এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন ও সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন। এর বাইরে ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।