ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত

আলোর জগত ডেস্ক :   বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তাঁর দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা আপনার পাশে আছি, এটা বাংলাদেশের জন্য একটা বড় বোঝা। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রিভা এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার বলেন, সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে, কারণ তিনি বাংলাদেশে ১০ লাখেরও বেশি মিয়ানমার রোহিঙ্গা নাগরিক আশ্রয় দিয়েছেন।

রিভা বলেন, সহযোগিতার নতুন দ্বার খোলার সুযোগ দুই দেশেরই রয়েছে। তিনি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ এবং তাঁর দেশের উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ-ভারত যৌথ কমিশন সক্রিয়করণের কথা উল্লেখ করেন তিনি।

রিভা গাঙ্গুলী দাস বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়ে রিভা বলেন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

রিভা গাঙ্গুলী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি আগেও বাংলাদেশে নিযুক্ত ছিলেন এবং এখন তিনি ব্যাপক উন্নয়ন এবং দেশের পরিবর্তনগুলো দেখে অবাক হয়েছেন। ‘আপনি নারী ক্ষমতায়নে অসাধারণ সাফল্য অর্জন করেছেন,’ যোগ করেন তিনি।

রিভা গাঙ্গুলীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁকে  স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত এবং তাঁর দায়িত্বপালনকালে সরকারের পক্ষ থকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ভারত সরকার এবং তাদের জনগণ সবসময়ই বাংলাদেশকে সহায়তা করে যেমনটি করেছিল ১৯৭১ সালে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধানে ভারতের সব রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, সব রাজনৈতিক দল যেভাবে তাদের মধ্যকার ভেদাভেদ ভুলে ১৯৭১ সালে সহায়তা করেছিল, তা উদাহরণ হয়ে থাকবে।

জবাবে নতুন হাইকমিশনার বলেন, এটি সম্পর্কের একটি মডেল হতে পারে।

শেখ হাসিনা আবারও পরিষ্কারভাবে বলেন যে কোনো জঙ্গি গোষ্ঠীকে তাঁর প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের উন্নয়ন করা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এববং ঢাকায় ভারতের উপহাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত

আপডেট টাইম : ০২:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :   বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তাঁর দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা আপনার পাশে আছি, এটা বাংলাদেশের জন্য একটা বড় বোঝা। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রিভা এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার বলেন, সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে, কারণ তিনি বাংলাদেশে ১০ লাখেরও বেশি মিয়ানমার রোহিঙ্গা নাগরিক আশ্রয় দিয়েছেন।

রিভা বলেন, সহযোগিতার নতুন দ্বার খোলার সুযোগ দুই দেশেরই রয়েছে। তিনি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ এবং তাঁর দেশের উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ-ভারত যৌথ কমিশন সক্রিয়করণের কথা উল্লেখ করেন তিনি।

রিভা গাঙ্গুলী দাস বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়ে রিভা বলেন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

রিভা গাঙ্গুলী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি আগেও বাংলাদেশে নিযুক্ত ছিলেন এবং এখন তিনি ব্যাপক উন্নয়ন এবং দেশের পরিবর্তনগুলো দেখে অবাক হয়েছেন। ‘আপনি নারী ক্ষমতায়নে অসাধারণ সাফল্য অর্জন করেছেন,’ যোগ করেন তিনি।

রিভা গাঙ্গুলীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁকে  স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত এবং তাঁর দায়িত্বপালনকালে সরকারের পক্ষ থকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ভারত সরকার এবং তাদের জনগণ সবসময়ই বাংলাদেশকে সহায়তা করে যেমনটি করেছিল ১৯৭১ সালে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধানে ভারতের সব রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, সব রাজনৈতিক দল যেভাবে তাদের মধ্যকার ভেদাভেদ ভুলে ১৯৭১ সালে সহায়তা করেছিল, তা উদাহরণ হয়ে থাকবে।

জবাবে নতুন হাইকমিশনার বলেন, এটি সম্পর্কের একটি মডেল হতে পারে।

শেখ হাসিনা আবারও পরিষ্কারভাবে বলেন যে কোনো জঙ্গি গোষ্ঠীকে তাঁর প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের উন্নয়ন করা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এববং ঢাকায় ভারতের উপহাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা এ সময় উপস্থিত ছিলেন।