এর আগে ২০০৯ এবং ২০১১য় ইতালিয়ান ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লেস্টার সিটিকে ইংলিশ লিগ জেতানো রানিয়েরি।
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর হেড কোচ ইউসেবিও ডি ফ্রাঙ্কোকে বরখাস্ত করলো ইতালিয়ান ক্লাব এএস রোমা। নতুন কোচ হতে পারেন ক্লদিও রানিয়েরি। প্রথম লেগে জয় পেলেও দ্বিতীয় লেগে পোর্তোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয় রোমা। এরপরই কোচ ইউসেবিও ডি ফ্রাঙ্কোকে বরখাস্ত করে রোমা। হারের পরপরই ক্লাব ছেড়ে চলে যান এই কোচ। তার স্থলাভিষিক্ত হতে পারেন ক্লদিও রানিয়েরি। যিনি দুদিন আগে হারিয়েছে ফুলহ্যামের চাকরি।