আলোর জগত রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ সোমবার বিকেল ৪টা ৭ মিনিটে কাদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স।
ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সোমবার দুপুরে বিএসএমএমইউ’তে এসে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগে, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের নেওয়া পরামর্শ দেন সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতিনিধি দলটি। তারপরও দেবী শেঠির জন্য অপেক্ষা করা হচ্ছিলো। দেবী শেঠিও সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, রোববার (৩ মার্চ) ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে রাখা হয় তাকে। এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।