স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ‘বিজিএমইএ কাপ-২০১৯’ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে এপিলিয়ন গ্রুপ। গতকাল শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে এপিলিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় বিজিএমইএ সভাপতি কাপের ফাইনালে নির্ধারিত সময়ে ০-০ গোলে খেলা শেষ হলে টাইব্রেকারে ৪-৩ গোলে এপিলিয়ন গ্রুপ জয়ী হয়। ফাইনাল ম্যাচে এপিলিয়ন গ্রুপ এর বাপ্পী ম্যান অব দ্যা ফাইনাল হন এবং একই দলের রাজু টুনামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে পুরস্কৃত হন। টুনামেন্টের সেরা খেলোয়ার হিসেবে বান্দো ডিজাইন লিঃ এর মৃদুল পুরস্কৃত হন।