আলোর জগত ডেস্ক : রাজধানীর চকবাজার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রেজাউল ইসলাম (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে।আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। রেজাউলের শরীরের ৫১ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আরও আটজনের সঙ্গে ভর্তি করা হয়েছিল রেজাউলকে।
চিকিৎসকরা জানিয়েছিলেন, রেজাউলের শরীরের ৫১ ভাগ পুড়ে গিয়েছিল।
গত সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৫৫ বছর বয়সী আনোয়ারসহ দুজনের মৃত্যু হয়। আনোয়ারের দেহের ৬০ শতাংশ পুড়ে গেছে।
এরপর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি যান তিনজন। এরপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আজ রেজাউল মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিনজন।