ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

৪২ টাকা লিটারে ওমেরা এলপিজি অটো গ্যাস

আলোর জগত ডেস্ক :  আগামী ১ মার্চ থেকে সারাদেশে ৪২ টাকা লিটার দরে এলপিজি (অটো গ্যাস) সরবরাহ করবে ওমেরা গ্যাস ওয়ান। ওমেরার গ্যাস স্টেশনগুলোতে অটো গ্যাসচালিত যানবাহনের জন্য এ দরে গ্যাস পাওয়া যাবে। গতকাল বুধবার রাজধানীর গুলশানে ইস্ট কোস্ট সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির যৌথ মালিকানায় রয়েছে বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম ও জাপানের সাইসান কোম্পানি।

সংবাদ সম্মেলন ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তোসিওকি শিম্বরি, মহাব্যবস্থাপক (সেল অ্যান্ড টেকনিক্যাল) মো. কামাল হোসেইন, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক ও ইস্ট-কোস্ট গ্রুপের পরিচালক তানভীর আজম চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তোসিওকি শিম্বরি বলেন, আমরা যানবাহনের জন্য সরবরাহকৃত এলপিজি লিটারে ৫০ টাকা থেকে ৮ টাকা কমিয়ে ৪২ টাকায় সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা আমাদের দশটি গ্যাস স্টেশন থেকে ২৪ ঘণ্টা এই দামে এলপিজি সরবরাহ করব।

সংবাদ সম্মেলনে ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক তানভীর আজম চৌধুরী বলেন, যানবাহনকে পেট্রল চালিত থেকে এলপিজিতে কনভার্ট করতে ৫০ থেকে ৫৫ হাজার টাকা লাগে। যা সিএনজি কনভার্শনের অর্ধেক। এছাড়া এলপিজিতে সিএনজি থেকে কম খরচে বেশি দূর যাওয়া যায় বলে দাবি করেন তিনি।

ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ওমেরা গ্যাস ওয়ন লিমিটেড। বাংলাদেশে যানবাহনের জ্বালানি হিসেবে এলপিজির (অটো গ্যাস) ব্যবহার উৎসাহিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য এই গ্যাস সহজলভ্য করতে আরও স্টেশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে সারা দেশে ১০টি গ্যাস স্টেশনের মাধ্যমে যানবাহনে এলপিজি সরবরাহ করছে ওমেরা। স্টেশনগুলো হচ্ছে- ঢাকার মহাখালীতে ক্লিনফুয়েল ফিলিং স্টেশন, আসাদগেটে সোনার বাংলা সার্ভিস স্টেশন, গাজীপুরের শ্রীপুরে পার্কেসাইন প্রোডাক্টস, ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এস রহমান ফিলিং স্টেশন, বগুড়ার শাহজাহানপুরে ইসি ডিস্ট্রিবিউশন, রাজশাহীর কুমরাপাড়ায় গুল গুফর পেট্রোলিয়াম, চট্টগ্রামে খুলশীতে খুলশী সিএনজি ফিলিং স্টেশন, যশোরের গাজীর দরগায় দরগা ফিলিং স্টেশন, সাতক্ষীরার আলিপুরে সোনালী ফিলিং স্টেশন এবং কক্সবাজার মেইন রোডে হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশন। চলতি বছরের মধ্যে আরও ৫০টি স্টেশন চালু করা হবে বলে ওমেরার কর্মকর্তারা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে’র আয়োজন

৪২ টাকা লিটারে ওমেরা এলপিজি অটো গ্যাস

আপডেট টাইম : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :  আগামী ১ মার্চ থেকে সারাদেশে ৪২ টাকা লিটার দরে এলপিজি (অটো গ্যাস) সরবরাহ করবে ওমেরা গ্যাস ওয়ান। ওমেরার গ্যাস স্টেশনগুলোতে অটো গ্যাসচালিত যানবাহনের জন্য এ দরে গ্যাস পাওয়া যাবে। গতকাল বুধবার রাজধানীর গুলশানে ইস্ট কোস্ট সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির যৌথ মালিকানায় রয়েছে বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম ও জাপানের সাইসান কোম্পানি।

সংবাদ সম্মেলন ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তোসিওকি শিম্বরি, মহাব্যবস্থাপক (সেল অ্যান্ড টেকনিক্যাল) মো. কামাল হোসেইন, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক ও ইস্ট-কোস্ট গ্রুপের পরিচালক তানভীর আজম চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তোসিওকি শিম্বরি বলেন, আমরা যানবাহনের জন্য সরবরাহকৃত এলপিজি লিটারে ৫০ টাকা থেকে ৮ টাকা কমিয়ে ৪২ টাকায় সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা আমাদের দশটি গ্যাস স্টেশন থেকে ২৪ ঘণ্টা এই দামে এলপিজি সরবরাহ করব।

সংবাদ সম্মেলনে ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক তানভীর আজম চৌধুরী বলেন, যানবাহনকে পেট্রল চালিত থেকে এলপিজিতে কনভার্ট করতে ৫০ থেকে ৫৫ হাজার টাকা লাগে। যা সিএনজি কনভার্শনের অর্ধেক। এছাড়া এলপিজিতে সিএনজি থেকে কম খরচে বেশি দূর যাওয়া যায় বলে দাবি করেন তিনি।

ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ওমেরা গ্যাস ওয়ন লিমিটেড। বাংলাদেশে যানবাহনের জ্বালানি হিসেবে এলপিজির (অটো গ্যাস) ব্যবহার উৎসাহিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য এই গ্যাস সহজলভ্য করতে আরও স্টেশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে সারা দেশে ১০টি গ্যাস স্টেশনের মাধ্যমে যানবাহনে এলপিজি সরবরাহ করছে ওমেরা। স্টেশনগুলো হচ্ছে- ঢাকার মহাখালীতে ক্লিনফুয়েল ফিলিং স্টেশন, আসাদগেটে সোনার বাংলা সার্ভিস স্টেশন, গাজীপুরের শ্রীপুরে পার্কেসাইন প্রোডাক্টস, ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এস রহমান ফিলিং স্টেশন, বগুড়ার শাহজাহানপুরে ইসি ডিস্ট্রিবিউশন, রাজশাহীর কুমরাপাড়ায় গুল গুফর পেট্রোলিয়াম, চট্টগ্রামে খুলশীতে খুলশী সিএনজি ফিলিং স্টেশন, যশোরের গাজীর দরগায় দরগা ফিলিং স্টেশন, সাতক্ষীরার আলিপুরে সোনালী ফিলিং স্টেশন এবং কক্সবাজার মেইন রোডে হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশন। চলতি বছরের মধ্যে আরও ৫০টি স্টেশন চালু করা হবে বলে ওমেরার কর্মকর্তারা জানান।