ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঐশ্বরিয়াকে আন্টি ডেকেছিলেন সোনম কাপুর

ফাইল ছবি

বিনোদন ডেস্ক :   একবার শোবিজে বেশ হট্টগোল পাকিয়েছিলেন সোনম কাপুর। পত্রপত্রিকার খবর, এক অনুষ্ঠানে প্রকাশ্যেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘আন্টি’ বলে ডেকেছিলেন কাপুর পরিবারের এ সদস্য। একটি কসমেটিক ব্র্যান্ডের পণ্যদূত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, আর সেই ব্র্যান্ডটির উদ্বোধন করেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

পেছনের দিকে তাকালে দেখা যায়, পণ্যদূত হওয়ার পর ‘বীরে দ্য ওয়েডিং’ অভিনেত্রী সোনম কাপুরের মুখ থেকে সাবেক মিস ওয়ার্ল্ডকে আন্টি ডাক শুনে বিস্মিত ও আহত হয়েছিলেন অনেকে।

খবরে প্রকাশ, ‘ঐশ্বরিয়া অন্য প্রজন্ম থেকে আসা আন্টি’, ২০১১ সালে বলেছিলেন সোনম। পরে অবশ্য আত্মপক্ষ সমর্থন করে একটি যুক্তিও দাঁড় করিয়েছিলেন কাপুরকন্যা। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ঐশ্বরিয়া রাই তাঁর বাবা অনিল কাপুরের সঙ্গে সিনেমায় রোমান্স করেছিলেন। আর তাই তাঁকে আন্টি ডাকাটাই যুক্তিসংগত। তবে পরে এ নিয়ে প্রকাশিত সব খবর উড়িয়ে দেন সোনম। বলেন, তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।

“সবই গালগল্প। এমনটা কখনোই বলিনি আমি। আর এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না। অনেক কথাই ছাপানো হয়েছে, বলা হয়েছে এবং এটা নোংরামির পর্যায়ে চলে গেছে; আমি আর এতে কিছু ঢালতে চাই না। ব্যক্তি হিসেবে আমি সত্যিই অভিষেককে (বচ্চন) সম্মান করি এবং তাঁর সঙ্গে ‘দিল্লি সিক্স’ ছবিতে কাজ করার অসাধারণ অভিজ্ঞতা আছে। ঐশ্বরিয়া রাই একজনই। কখনোই ওটা বলিনি। আমি তাঁকে অন্যভাবে সম্বোধন করি, কিন্তু আমি কখনোই তাঁকে আন্টি ডাকিনি”, বলেন সোনম কাপুর।

যদিও ওই বিতর্ক নিয়ে কোনো মন্তব্যই করেননি ঐশ্বরিয়া রাই। তবে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, ওই বছরের কান চলচ্চিত্র উৎসবে সোনম যেন লালগালিচায় হাঁটতে না পারেন, সে ব্যবস্থা করেছিলেন ঐশ্বরিয়া।

যা হোক, সোনম কাপুরকে সম্প্রতি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে দেখা গেছে। প্রথমবারের মতো বাবা অনিল কাপুরের সঙ্গে এক ছবিতে দেখা গেছে তাঁকে। এ ছবিতে আরো ছিলেন রাজকুমার রাও। বক্স অফিসে খুব একটা ভালো করেনি এ ছবি।

অন্যদিকে, বলিপাড়ায় গুঞ্জন ছিল, ‘গুলাব জামুন’ ছবিতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধবেন ঐশ্বরিয়া রাই। তবে সাম্প্রতিক খবর বলছে, এই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এ যুগল। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ঐশ্বরিয়াকে আন্টি ডেকেছিলেন সোনম কাপুর

আপডেট টাইম : ০১:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯

বিনোদন ডেস্ক :   একবার শোবিজে বেশ হট্টগোল পাকিয়েছিলেন সোনম কাপুর। পত্রপত্রিকার খবর, এক অনুষ্ঠানে প্রকাশ্যেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘আন্টি’ বলে ডেকেছিলেন কাপুর পরিবারের এ সদস্য। একটি কসমেটিক ব্র্যান্ডের পণ্যদূত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, আর সেই ব্র্যান্ডটির উদ্বোধন করেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

পেছনের দিকে তাকালে দেখা যায়, পণ্যদূত হওয়ার পর ‘বীরে দ্য ওয়েডিং’ অভিনেত্রী সোনম কাপুরের মুখ থেকে সাবেক মিস ওয়ার্ল্ডকে আন্টি ডাক শুনে বিস্মিত ও আহত হয়েছিলেন অনেকে।

খবরে প্রকাশ, ‘ঐশ্বরিয়া অন্য প্রজন্ম থেকে আসা আন্টি’, ২০১১ সালে বলেছিলেন সোনম। পরে অবশ্য আত্মপক্ষ সমর্থন করে একটি যুক্তিও দাঁড় করিয়েছিলেন কাপুরকন্যা। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ঐশ্বরিয়া রাই তাঁর বাবা অনিল কাপুরের সঙ্গে সিনেমায় রোমান্স করেছিলেন। আর তাই তাঁকে আন্টি ডাকাটাই যুক্তিসংগত। তবে পরে এ নিয়ে প্রকাশিত সব খবর উড়িয়ে দেন সোনম। বলেন, তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।

“সবই গালগল্প। এমনটা কখনোই বলিনি আমি। আর এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না। অনেক কথাই ছাপানো হয়েছে, বলা হয়েছে এবং এটা নোংরামির পর্যায়ে চলে গেছে; আমি আর এতে কিছু ঢালতে চাই না। ব্যক্তি হিসেবে আমি সত্যিই অভিষেককে (বচ্চন) সম্মান করি এবং তাঁর সঙ্গে ‘দিল্লি সিক্স’ ছবিতে কাজ করার অসাধারণ অভিজ্ঞতা আছে। ঐশ্বরিয়া রাই একজনই। কখনোই ওটা বলিনি। আমি তাঁকে অন্যভাবে সম্বোধন করি, কিন্তু আমি কখনোই তাঁকে আন্টি ডাকিনি”, বলেন সোনম কাপুর।

যদিও ওই বিতর্ক নিয়ে কোনো মন্তব্যই করেননি ঐশ্বরিয়া রাই। তবে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, ওই বছরের কান চলচ্চিত্র উৎসবে সোনম যেন লালগালিচায় হাঁটতে না পারেন, সে ব্যবস্থা করেছিলেন ঐশ্বরিয়া।

যা হোক, সোনম কাপুরকে সম্প্রতি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে দেখা গেছে। প্রথমবারের মতো বাবা অনিল কাপুরের সঙ্গে এক ছবিতে দেখা গেছে তাঁকে। এ ছবিতে আরো ছিলেন রাজকুমার রাও। বক্স অফিসে খুব একটা ভালো করেনি এ ছবি।

অন্যদিকে, বলিপাড়ায় গুঞ্জন ছিল, ‘গুলাব জামুন’ ছবিতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধবেন ঐশ্বরিয়া রাই। তবে সাম্প্রতিক খবর বলছে, এই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এ যুগল। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস