আলোর জগত ডেস্ক : রাজধানীর মিরপুরের ভাসানটেক জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০০ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভাসানটেক জাহাঙ্গীর বস্তিতে প্রায় তিন থেকে চারশো বাসা আছে। সব গুলো বাসাই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া জানান, রাত ১টা ৩৪ মিনিটে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।