ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, মন্ত্রীসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :   নেপালে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলের দিকে দেশটির তাপেলজাং জেলায় এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

জানা গেছে, হেলিকপ্টারটিতে নেপালের পর্যটনমন্ত্রী ছাড়াও পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহলও ছিলেন।

নেপালের স্বরাষ্ট্র সচিব প্রেম কুমার রাইয়ের দেওয়া তথ্যানুযায়ী, এয়ার ডাইন্যাস্টির ওই হেলিকপ্টারে করে পাথিভারার পাশের জেলা তেহরাথুমের চুহানদানদায় একটি এয়ারস্ট্রিপের সম্ভাব্যতা যাচাই করতে গিয়েছিলেন তারা।

মন্ত্রীসহ হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব নেপালের (সিএএএন) মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, মন্ত্রীসহ নিহত ৭

আপডেট টাইম : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :   নেপালে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলের দিকে দেশটির তাপেলজাং জেলায় এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

জানা গেছে, হেলিকপ্টারটিতে নেপালের পর্যটনমন্ত্রী ছাড়াও পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহলও ছিলেন।

নেপালের স্বরাষ্ট্র সচিব প্রেম কুমার রাইয়ের দেওয়া তথ্যানুযায়ী, এয়ার ডাইন্যাস্টির ওই হেলিকপ্টারে করে পাথিভারার পাশের জেলা তেহরাথুমের চুহানদানদায় একটি এয়ারস্ট্রিপের সম্ভাব্যতা যাচাই করতে গিয়েছিলেন তারা।

মন্ত্রীসহ হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব নেপালের (সিএএএন) মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি।