ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

এবার ১২ দিনে আয় ১২০ কোটি রুপি

বিনোদন ডেস্ক :   জয়া আখতার পরিচালিত রোমান্টিক ড্রামা ‘গাল্লি বয়’ বক্স অফিসে জয়রথ অব্যাহত রেখেছে। শতকোটির ক্লাবে ঢুকেছে আগেই, এবার পেরোলো ১২০ কোটি রুপি। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সাম্প্রতিক মুক্তি পাওয়া এই ছবির প্রশংসা করছেন দর্শক থেকে চিত্রসমালোচক। মুম্বাইয়ের বস্তিবাসী র‍্যাপারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ভক্তরা। প্রশংসা পাচ্ছেন ছবির প্রেমিকা আলিয়াও।

এরই মধ্যে মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত তারকাবহুল কমেডি ছবি ‘টোটাল ধামাল’। বক্স অফিসে তুমুল প্রতিযোগিতা সত্ত্বেও লাখো মানুষের হৃদয় জয় করে চলেছে ‘গাল্লি বয়’-এর মুরাদ।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ১২ দিনে ১২০ কোটি রুপি আয় করেছে ‘গাল্লি বয়’। তবে আয় কমা শুরু করেছে। সামনে মুক্তি পেতে চলেছে ‘লুকা চুপি’ ও ‘সোঁচিরিয়া’। এরপর সেদিকেই ঝুঁকবেন দর্শক।

তারানের হিসাবে [সপ্তাহ ২] শুক্রবার ৩.৯০ কোটি, শনিবার ৭.০৫ কোটি, রোববার ৭.১০ কোটি, সোমবার ২.৪৫ কোটি; সর্বমোট ১২০.৮০ কোটি রুপি সংগ্রহ করেছে ছবিটি (ইন্ডিয়া বিজ)।

এবারের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ভারতের তিন হাজার ৩৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনে বক্স অফিসে ছবিটি সংগ্রহ করে ১৯ কোটি ৪০ লাখ রুপি।

সিনেমার গল্পে দেখা যায়, মুম্বাই বস্তিতে বাস করা মুরাদ নামের (রণবীর) এক র‍্যাপার, যে তার সামাজিক-আর্থিক সব অসঙ্গতি সত্ত্বেও তারকা হওয়ার স্বপ্ন দেখে। সবার অনুৎসাহ সত্ত্বেও নিজের মতো করে এগিয়ে যায় মুরাদ আর হয়ে ওঠে তারকা। ঝড় তোলে তার গান।

র‍্যাপার নাইজি ও ডিভাইনের জীবনের গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে ‘গাল্লি বয়’-এর গল্প লিখেছিলেন জয়া আখতার। বস্তি এলাকার বাসিন্দা থেকে পরবর্তী সময়ে তাঁরা র‍্যাপের জগতে নাম করে বিশ্বে হিপহপ মিউজিকের অন্যতম মুখ হয়ে ওঠেন।

ছবিটি প্রযোজনা করেছে টাইগার বেবি প্রোডাকশনস ও এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কালকি কোয়েচলিন, সিদ্ধান্ত চতুর্বেদি, বিজয় রাজ ও অম্রুতা সুভাষ।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে’র আয়োজন

এবার ১২ দিনে আয় ১২০ কোটি রুপি

আপডেট টাইম : ০১:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯

বিনোদন ডেস্ক :   জয়া আখতার পরিচালিত রোমান্টিক ড্রামা ‘গাল্লি বয়’ বক্স অফিসে জয়রথ অব্যাহত রেখেছে। শতকোটির ক্লাবে ঢুকেছে আগেই, এবার পেরোলো ১২০ কোটি রুপি। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সাম্প্রতিক মুক্তি পাওয়া এই ছবির প্রশংসা করছেন দর্শক থেকে চিত্রসমালোচক। মুম্বাইয়ের বস্তিবাসী র‍্যাপারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ভক্তরা। প্রশংসা পাচ্ছেন ছবির প্রেমিকা আলিয়াও।

এরই মধ্যে মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত তারকাবহুল কমেডি ছবি ‘টোটাল ধামাল’। বক্স অফিসে তুমুল প্রতিযোগিতা সত্ত্বেও লাখো মানুষের হৃদয় জয় করে চলেছে ‘গাল্লি বয়’-এর মুরাদ।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ১২ দিনে ১২০ কোটি রুপি আয় করেছে ‘গাল্লি বয়’। তবে আয় কমা শুরু করেছে। সামনে মুক্তি পেতে চলেছে ‘লুকা চুপি’ ও ‘সোঁচিরিয়া’। এরপর সেদিকেই ঝুঁকবেন দর্শক।

তারানের হিসাবে [সপ্তাহ ২] শুক্রবার ৩.৯০ কোটি, শনিবার ৭.০৫ কোটি, রোববার ৭.১০ কোটি, সোমবার ২.৪৫ কোটি; সর্বমোট ১২০.৮০ কোটি রুপি সংগ্রহ করেছে ছবিটি (ইন্ডিয়া বিজ)।

এবারের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ভারতের তিন হাজার ৩৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনে বক্স অফিসে ছবিটি সংগ্রহ করে ১৯ কোটি ৪০ লাখ রুপি।

সিনেমার গল্পে দেখা যায়, মুম্বাই বস্তিতে বাস করা মুরাদ নামের (রণবীর) এক র‍্যাপার, যে তার সামাজিক-আর্থিক সব অসঙ্গতি সত্ত্বেও তারকা হওয়ার স্বপ্ন দেখে। সবার অনুৎসাহ সত্ত্বেও নিজের মতো করে এগিয়ে যায় মুরাদ আর হয়ে ওঠে তারকা। ঝড় তোলে তার গান।

র‍্যাপার নাইজি ও ডিভাইনের জীবনের গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে ‘গাল্লি বয়’-এর গল্প লিখেছিলেন জয়া আখতার। বস্তি এলাকার বাসিন্দা থেকে পরবর্তী সময়ে তাঁরা র‍্যাপের জগতে নাম করে বিশ্বে হিপহপ মিউজিকের অন্যতম মুখ হয়ে ওঠেন।

ছবিটি প্রযোজনা করেছে টাইগার বেবি প্রোডাকশনস ও এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কালকি কোয়েচলিন, সিদ্ধান্ত চতুর্বেদি, বিজয় রাজ ও অম্রুতা সুভাষ।